Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় করোনা টিকা নেয়ার রেকর্ড

বিনামূল্যে ভ্যাকসিন বুথে ভিড়

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

দিন যতই যাচ্ছে করোনা টিকা গ্রহণে ভিড় বাড়ছে আনোয়ারায়। গতকাল শনিবার ছুটির দিনে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন সহস্রাধিক মানুষ। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে টিকা দিতে দীর্ঘ লাইন। টিকা কেন্দ্রে ৭০/৮০ বছরের বৃদ্ধকেও দেখা গেছে হাসিমুখে টিকা নিতে। করোনা টিকার রেজিস্ট্রেশনে উপজেলার চাতরী চৌমুহনীতে আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে চালু করা হয়েছে রেজিস্ট্রেশন বুথ। ৫জন সাংবাদিক ও স্বেচ্ছাসেবক মিলে হাসিমুখে টিকা রেজিস্ট্রেশন, টিকার কার্ড প্রিন্ট ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। তিনি জানান, ভয়ভীতি-গুজব দূরে ঠেলে সাধারণ মানুষের বেড়েছে টিকা নেয়ার আগ্রহ। সে সাথে আগ্রহ কমতি নেই রেজিস্ট্রেশন করতেও। মানুষকে সচেতন করাসহ রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করার জন্য এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
বেসরকারি এনজিও সংস্থা নির্মল ফাউন্ডেশনের সহযোগিতায় প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্, বরুমছড়া ইউপি চেয়ারম্যান মো. শাহদাত হোসেন চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, বারখাইন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রেসক্লাবের রেজিস্ট্রেশন বুথের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, গ্রামের মানুষের মধ্যে টিকা নিয়ে যে ভীতি ছিল তা কেটে গেছে। উদ্যোক্তাদের আরেকজন সাংবাদিক ইমরান হোসাইন জানান, শনিবার একদিনের ৫শ’ জনের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। সবটুকু সেবা দেয়া হচ্ছে বিনামূল্যে। আগামীতে প্রেসক্লাবের উদ্যোগে ইউনিয়ন পর্যায়েও টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ