Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের চাকার সঙ্গে গায়ের ওড়না পেঁচিয়ে জয়তুন বিবি (৫৫) নামে নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তম মিয়ার স্ত্রী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দিরাই শ্যামারচর রোডের চকবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মহিলার সাথে থাকা স্বজন সাহেদা বেগম জানান, তারা সকালে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাজানগর বাজার থেকে ইজিবাইক চড়ে দিরাই বাসস্ট্যান্ড আসছিলেন। চকবাজার এলাকায় আসার পর মৃত জয়তুন বিবির গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকার সাথে পেঁচিয়ে যাওয়ায় ফাঁস লেগে গাড়িতে পড়ে অজ্ঞান হন। সাথে সাথে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়তুন বিবিকে মৃত ঘোষণা করেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জয়ন্ত রায় ও দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম এ খবর জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ