Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পা আটকে গোড়ালি কাটা গেল কিশোরের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে রেললাইনের পা আটেক শান্ত মিয়া (১৫) নামে এক কিশোরের পায়ের গোড়ালি কাটা পড়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় শমসেরনগর স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনাটি ঘটে।

শান্ত মিয়া শমসেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খসরু মিয়ার ছেলে। গুরুতর আহত ওই কিশোরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, শুক্রবার সকালে সিলেট অভিমুখী ৯নং আপ সুরমা মেইল সকাল সাড়ে ৭টায় শমসেরনগর স্টেশন ছেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাউন আউটার সিগন্যাল এলাকায় ট্রেনের চাকার নিচে পড়ে কিশোর শান্ত মিয়ার একটি পায়ের গোড়ালি কেটে যায়। খবর পেয়ে তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এলাকাবাসী বলেন, শান্ত রেলপথ এলাকায় ঘাস কাটছিল। আকস্মিকভাবে ট্রেন আসতে দেখে সে রেলপথ থেকে সরে যাওয়ার সময় একটি পা রেলপথে আটকা পড়ে। ট্রেনের চাকায় তার পায়ের গোড়ালি কেটে যায়।

শমসেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার সেলিম হোসেন এ ঘটনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ