Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানের মাহবুব হোসেন রন্টু সেরা করদাতা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৪:১৪ পিএম

“আমরা স্বাবলম্বী হব সকলে কর দেব” এই শ্লোগানকে সামনে রেখে নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার ২০১৯-২০ করবর্ষের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা, ট্যাক্স কার্ড ও সনদপত্র প্রধান করা হয়েছে। এসময় মুন্সীগঞ্জের সেরা কর দাতা নির্বাচিত হন মেসার্স এস সরকার ট্রেডার্স এর স্বত্বাধিকারি মাহবুব হোসেন রন্টু। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় নারায়নগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কর কমিশনার নাজমুল করিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার মোট ১০ জনকে এ সম্মাননা দেওয়া হয়।মুন্সীগঞ্জের মেসার্স এস সরকার ট্রেডার্স এর স্বত্বাধিকারি মাহবুব হোসেন রন্টু সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী হোসনে জামান শুক্কুর এর ছেলে। তিনি এর আগেও ২ বার এ সম্মাননা সনদ পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ