প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয়ে নিজেকে প্রমাণ করলেও এই ভুবন থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। দুই পর্দাতেই নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। ‘শঙ্খচিল’ চলচ্চিত্রই ছিলো এই অভিনেত্রী সর্বশেষ ছবি। আর এতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। এরপর তিন বছর ধরে অভিনয়ে নেই তিনি।
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকার ব্যাপারে কুসুম সিকদার বলেন, যখন অভিনয়ে বেশি মনোযোগী হওয়ার কথা ছিল তখন সরে এসেছি। নিজেই অভিনয় থেকে দূরে রয়েছি। এর বিশেষ কিছু কারণ আছে। তারমধ্যে একটি ব্যক্তিগত।
আবারো অভিনয়ে ফিরবেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ফিরব কিনা জানি না। তবে দর্শকদের কাছে কৃতজ্ঞ, আমার অভিনয়ের জন্য তারা আমাকে মনে রেখেছেন।
ছোটবেলায় গানের হাতেখড়ি কুসুম শিকদারের। নজরুল একাডেমি থেকে নজরুল সংগীত ও ধ্রুপদী সংগীতের উপর কোর্স সম্পন্ন করেন। পরে ওস্তাদ গুল মোহাম্মদ এবং ওস্তাদ মোরশেদের কাছে গানের তালিম নেন তিনি। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হন কুসুম। পরবর্তীতে নাম লেখান টেলিভিশন নাটকে। তার অভিষেক চলচ্চিত্র ‘গহীনে শব্দ’। ২০১০ সালে মুক্তি পায় এটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।