বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে এক বাড়িতে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। এ সময় গৃহকর্তা ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন। এতে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশু।
আজ বুধবার ভোর ৫টার দিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের আগদিঘা কাটাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ গৃহকর্তা শাহিন আলম (৪২) ও তার স্ত্রী খুশী বেগমকে (৩৫) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, ভোরে শাহিনের গোয়াল ঘরে জ্বলন্ত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।
তিনি আরো জানান, আগুন লাগার পর সন্তান ও মালপত্র রক্ষা করতে গিয়ে শাহিন ও খুশী দগ্ধ হন। আগুনে তাদের একটি গরু, দু’টি ছাগল,ছয়টি হাঁস ও মালপত্রসহ তিনটি ঘর পুড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।