বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় বকেয়া বেতন চাওয়ায় মারধরের ঘটনায় জজকোর্ট আদালত প্রাঙ্গনে টয়লেটের আবর্জনা ঢেলে বিক্ষোভ করেছে হরিজন সম্পদায়ের লোকজন। বুধবার দুপুরে আদালত প্রাঙ্গনে হরিজনরা এ বিক্ষোভ করেন।
এসময় তারা বলেন অগ্রাধিকার থাকা সত্ত্বেও এ প্রতিষ্ঠানে ক্লিনার, ঝাড়ুদার, সুইপার পদে হরিজনদের বাদ দিয়ে অহরিজনদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা আরও বলেন এ প্রতিষ্ঠান দেড় বছর যাবত বেতন না পেয়ে শিশু সন্তানদের নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পরেছে তাদের। দোকান গুলোতে বাঁকী খাতায় পাওনার টাকা বেশি হওয়ায় দোকানদাররা তাদেরকে আর বাঁকী দিচ্ছেন না।
এরই প্রতিবাদ করতে গেলে তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোকদের হয়রানী ও মারধরের স্বীকার হচ্ছেন হরিজনরা। তাই তাদের অতিসত্তর বেতন পরিশোধের আহবান জানান হরিজনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।