Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাস্টবিনের নবজাতক ফিরে পেলো মায়ের কোল

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫২ পিএম

ডাস্টবিনের নবজাতক এক বছর পর ফিরে পেয়েছে তার মায়ের কোল। সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক শেখ মফিজুর রহমানের আদেশে গর্ভধারিনী মা তার নবজাতক পুত্রকে ফিরে পেলেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটিকে তার মায়ের কোলে সুস্থ অবস্থায় দেখতে পাওয়া গেছে।
জানা যায়, গত বছরের ২৩ জানুয়ারি নূর নাহার পারভীন হীরা নামের এক মা তার নবজাতক পুত্র সন্তানকে সাতক্ষীরা মেডিকেল কলেজের বাথরুম সংলগ্ন ডাষ্টবিনে ফেলে চলে যান। বিষয়টি সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ অবগত হয়ে তাৎক্ষনিক নবজাতককে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে রাখার ব্যবস্থা করেন। এরপর অন্তত চারজন নিঃসন্তান দম্পতি নবজাতককে দত্তক নিতে আদালতে আবেদন করেন। ফেলে যাওয়া নবজাতকের গর্ভধারীনি মা নূর নাহার পারভীন হীরাও নিজ সন্তানকে ফিরে পেতে আদালতের স্বরনাপন্ন হন। আদালত তার আবেদনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গত ৮ ফেব্রুয়ারি শিশুটিকে তার মায়ের কাছে দেওয়ার আদেশ দেন।
আদেশে আদালত বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের পাশে ডাস্টবিন হতে উদ্ধারকৃত শিশু পুত্রটি সম্পর্কে উপজেলা শিশু কল্যাণ বোর্ড, সাতক্ষীরা সদর হতে প্রদত্ত চারটি দত্তক নেওয়ার আবেদনপত্রসহ গর্ভধারীনি নূর নাহার পারভীন হীরা এর শিশু পুত্রটির নিজ জিম্মায় নেওয়ার আবেদনটি পর্যালোচনা করে নবজাতক পিতৃ পরিচয়হীন শিশু পুত্র সন্তানের গর্ভজাত মাতা মোছাঃ নূর নাহার হীরার নিকট প্রদান করা সর্বোত্তম। একজন মাতা তার গর্ভজাত সন্তানের স্বাভাবিক ও আইনগত অভিভাবক বটে। সার্বিক অবস্থার আলোকে শিশু পুত্রটির সার্বিক মঙ্গলার্থে মোছা ঃ নূর নাহার পারভীন হীরা পিং- আব্দুর রশিদ, মাতা কুলসুম বেগম, সাং- পূর্ব কুলিয়া দেবহাটা বরাবর দেওয়ার অনুমতি প্রদান করা হইলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ