Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠন বঞ্চিতদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের বাধায় পন্ড

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৪৫ পিএম

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোঃ খাইরুল আলম শাহিন সরদার সভাপতি ও মোঃ ইমরান হাওলাদারকে সাধারণ-সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৩৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে ।
বুধবার (১০ ফ্রেরয়ারী) সকালে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাসান শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভুইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।

এতে পদ-বঞ্চিতরা বেলা ১২ টায় উপজেলার নির্মানাধীন অডিটোরিয়ামের ভেতর থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা ও তার সমর্থকগন বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে,এতে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায় উত্তক্ত পরিস্থিতিতে লাঠিচার্জ করে নিয়ন্ত্রনে আনে পুলিশ। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) শাহ-আলম বলেন,পুলিশ শান্তিপূর্ণ ভাবে বাধা দিয়ে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ