Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লোহাগাড়ায় ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ২:৫৫ পিএম

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের খালেকের দোকান এলাকায় একটি লাইসেন্সবিহীন ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু কর্তৃক পরিচালিত এক ভ্রাম্যমান আদালতের অভিযানে সিবিএম ইটভাটার মালিক মোঃ পারভেজ কোম্পানিকে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারী নির্দেশনা অমান্য করে লাইসেন্সবিহীন পারভেজ কোম্পানীর মালিকানাধীন সিবিএম ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় সিবিএম ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
এসময় লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ