Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘প্রশংসা শুনলে লজ্জা লাগে’

আইএমইডি কর্মকর্তাদের প্রতি পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রশাসনের উচ্চপদে কাজ করা আমলাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রশংসা না করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি প্রশংসা বন্ধ করে যথা সময়ে যথাযথ কাজ করতে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরীবিক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এনইসি সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রকল্প বাস্তবায়নের দক্ষতা ও কাজের মান নিয়ে সঙ্গত কারণেই অনেক প্রশ্ন উঠছে বলে জানান। অনুষ্ঠান শুরুর পর আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান তাদের বক্তব্যে মন্ত্রীর প্রশংসা করেন।

পরিকল্পনামন্ত্রী মন্ত্রী বলেন, যে টাকা দিয়ে উন্নয়ন কাজ হচ্ছে টাকাটা আমার নয়, সরকারের পকেটের টাকা নয়। এই টাকা জনগণের টাকা। জনগণ আমাদেরকে টাকাটা দিয়ে নিজেরা না খেয়ে, আধপেটা খেয়ে গ্রামে বসে আছে। অথচ আমাদেরকে সুবিধাজনক একটা সিস্টেম দিয়েছে, খাবার-দাবার দিয়েছে। তারা আশা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব। তিনি বলেন, সেটা তাদের নৈতিক এবং বাস্তবিক চাওয়া। সেটাই আমি আপনাদের বার বার বলি, আমরা কাজটা যেন যথা সময়ের মধ্যে করি।

মাথা নুয়ে চলার দিন শেষ জানিয়ে মন্ত্রী বলেন, কাজ করব, কাজের সুফল ভোগ করব, এটাই শেষ কথা। প্রকল্প মূল্যায়নের সময় আমরা নিরপেক্ষ, ঠান্ডা ও নিষ্ঠুর পর্যালোচনা আশা করব । যাতে করে আমরা শিখি, বুঝি এবং এগুলো সংশোধন করি।

মন্ত্রীর প্রশংসা করে দুই কর্মকর্তার বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আপনারা আমার বিষয়ে অনেক কিছু বাড়িয়ে ভুলভাল প্রশংসা করেন, এটা লজ্জা লাগে, অস্বস্তিকর। কেমন আছেন, ভালো আছেন, এটুকুই এনাফ। তারপর অনেক বাড়িয়ে প্রশংসা করা হয়, এটা কমিয়ে আনেন। তিনি বলেন, কোনো অনুষ্ঠানে গেলে ফুল, ক্রেস্ট দেয়া হয়। এগুলো কমিয়ে আনা দরকার। কাজ, কাজ, কাজ। এগুলো দিয়ে আপন করে। এগুলো (প্রশংসা) অহেতুক। অহেতুক বালাই কিছু আমাদের দেশে আছে। এগুলো কমানো দরকার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রীকে আইএমইডির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হলে এসময় তিনি হেসে বলেন, আজকে রিসিভ করলাম, ভবিষ্যতে আর দেবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ