রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুল লতিফ উকিল সড়ক ও ফকিরহাট সংযোগ সড়কের মরা ছড়ার ওপর প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু নির্মাণ প্রকল্পে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর জাফর আহমদের একান্ত চেষ্টায় পৌরসভা এই সেতুটি ২০১৪-১৫ অর্থ বছরে নির্মাণ করেন। মরাছড়ার ওপর নির্মিত সেতুটি বর্তমান এমপি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রায় বছর খানেক আগে উদ্বোধন করেন।
সেতু নির্মাণ হলেও আব্দুল লতিফ উকিল সড়ক ও ফকিরহাট সড়কের অবস্থা খুবই নাজুক। যার দরুণ এলাকাবাসী সেতু হওয়ার পরও সুফল পাচ্ছেনা। যদি পৌরসভা এই সড়কের উন্নয়নের ব্যাপারে এগিয়ে আসে তাহলে হাজারো মানুষ উপকৃত হবে মনে করেন পৌরবাসী। সামান্য কাজ হলেই সড়কটি যাতায়াতের উপযোগী হয়ে উঠবে। ফলে হাটহাজারী পৌরসভা থেকে মেখল ফকিরহাট এবং চট্টগ্রাম ভার্সিটি হয়ে সহজে যাতায়াত করতে পারবে। সড়কটি চলাচলের উপযোগী না হওয়ার কারণে বর্তমানে লাখ টাকা ব্যয় করে নির্মাণ করা সেতুটি অকেজোভাবে পড়ে আছে। যা সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। সন্ধ্যা নেমে এলেই সেতুর ওপর চলে মাদক সেবনকারীদের আনাগোনা ও মাদক সেবন। যত দ্রæত সম্ভব সংযোগ সড়কটি মেরামত হলে সেতু যানচলাচলের উপযোগী হয়ে ওঠবে। সড়ক দিয়ে যানচলাচল শুরু হলে অপরাধ কর্মকান্ড কমে আসবে বলে মনে করেন এলাকাবাসী।
এই ব্যাপারে পৌর কাউন্সিলর জাফর আহমদ জানান, সড়কটি আমরা এলাকাবাসী কয়েকবার মেরামত করেছি। কিন্তু বর্ষা মৌসুমে ছড়ার পানিতে সড়কটি ভেঙে যায়। তবে সরকার আমাদেরকে যে সেতুটি দিয়েছে তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু এ সেতুর সংযোগ সড়কটি মেরামত করার জন্য আমি পৌরসভায় কয়েকবার আবেদন করলেও অজানা কারণে মেরামত হচ্ছে না।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. আরিফ রেজা জানান, সড়কটি গত কয়েক মাস পূর্বে আমরা পরিমাপ করেছি, সরেজমিনে দেখেছি। কিন্তু সড়কটির ব্যাপারে এখনো কনো অগ্রগতি নেই, এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, কবে নাগাদ কাজ হবে তা বলা যাচ্ছে না তবে চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।