Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা শামসুল ইসলামের জানাজায় লাখো মুসল্লি

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

লাখো মুসুল্লিদের অংশগ্রহণে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রবীণ শিক্ষক ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব শাইখুল হাদীস আল্লামা শামসুল ইসলামের (দা.বা.) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল দশটায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ্ ময়দান। সারাদেশ থেকে ছুটে আসেন মরহুমের সহপাঠী, সহকর্মী ও প্রিয় ছাত্ররা। এসময় অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। জানাজায় ইমামতি করেন মরহুমের জামাতা মাওলানা মোহাম্মদ।
প্রথমে হবিগঞ্জ জেলার স্বস্তিপুরস্থ গ্রামের বাড়িতে মরহুমের দাফনের কথা থাকলেও তার ভক্ত, অনুরাগীদের অনুরোধে সিদ্ধান্ত বদল করে কিশোরগঞ্জে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে আল্লামা আজহার আলী আনোয়ার শাহ্’র কবরের ঠিক পাশেই দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ