Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

পরিবারের দাবি আত্মহত্যা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের রাউজানে ইরফাত আলম ইরা (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া গ্রামের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। নিহত গৃহবধূ একই বাড়ির নূর মোহাম্মদের পুত্র আকিজুর রহমান ইমনের স্ত্রী। নিহতের পরিবার এটিকে আত্মহত্যা বললেও জানালার সঙ্গে কিভাবে ফাঁসিতে ঝুলেছে তা রহস্যজনক বলে প্রশ্ন উঠেছে।
নিহতের জা নুসরাত জাহান এলি বলেন, ‘বিকেল ৪টায় দেবর (নিহতের স্বামী) ফোন করে জানায়, ইরা ফোন রিসিভ করছে না। সে কি করছে তার রুমে গিয়ে দেখতে। পরে আমি সেখানে গিয়ে দরজা বন্ধ থাকার বিষয়টি মুঠোফোনে তাকে জানাই। তিনি সঙ্গে সঙ্গেই দুর্ঘটনার ইঙ্গিত দিয়ে আমাকে বলেন, ইরা কিছু একটা করে ফেলেছে। তখন আমি অনেক চেষ্টা করে লাথি মেরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দেখি ইরা জানালার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে ঝুছে আছে। পরে তাৎক্ষণিক ওড়না কেটে তাকে নামিয়ে আনি এবং শাশুড়িকে ডেকে চিকিৎসার জন্য ঘরের বাইরে নিয়ে আসি। তিনি আরো জানান, ইরা তিন বছর আগে পালিয়ে বিয়ে করেন। ঢাকায় একবছর থাকার পর আমার স্বামী বাড়িতে অনুষ্ঠান করে তাদের ঘরে তুলেন। এই বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) কায়ছার হামিদ বলেন, ‘ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে কি ঘটেছে। ফাঁসিতে নিজে ঝুলেছে নাকি কেউ ঝুলিয়ে দিয়েছেন তা রহস্যজনক। জানা যায়, তিন বছর পূর্বে আজিজুর রহমান ইমন আপন খালাত বোন পাশের পাহাড়তলী ইউনিয়নের মৃত দেলোয়ার আলমের কনিষ্ঠ কন্যাকে তার পরিবারের অমতে বিয়ে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ