Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে মারামারিতে আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৩:০২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ওসমানের মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার দক্ষিন ধোপাডাঙ্গা গ্রামের মৃত বাবর উদ্দিনের ছেলে আঃ রউফ ওরফে ওসমান মিয়ার সাথে প্রতিবেশি মৃত আবুল হোসেনের ছেলে আমজাদগংয়ের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ১২ জানুয়ারি উভয় পক্ষের মারামারি হয়। মারামারিতে ওসমান গুরুত্বর আহত হলে ওই দিনেই তাকে রংপুর মেডিকেল কলেজ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে গত সোমবার সন্ধ্যায় ওমমান মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। এঘটনায় থানায় মামলা হয়েছে। থানার ওসি আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ