Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সুবর্ণা মোস্তফা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪০ এএম

সোমবার (৮ ফেব্রুয়ারী) সংসদ ভবনে করোনার টিকা নিয়েছেন গুণী অভিনেত্রী বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য সুবর্ণা মোস্তফা। টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সুবর্ণা মোস্তফা লিখেছেন, ‘আমার ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হলো। জনগণকে অত্যন্ত যত্নের সাথে টিকা নেওয়ার ব্যবস্থা করায় ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়বাংলা।’

সুবর্ণা মোস্তফার করোনার টিকা গ্রহণের সংবাদ পাওয়ার পর অভিনেত্রী তারিন, অভিনেত্রী তানিয়া, ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, তানভিন সুইটি, সাইমন সাদিক, নির্মাতা শিহাব শাহীন, সঙ্গীতশিল্পী এলিটা করিম, সঙ্গীতশিল্পী কোনাল, দীপা খন্দকার, সাজু খাদেম, মিলি বাশারসহ ছোট বড়ো পর্দার তারকারা সুবর্ণা মোস্তফার জন্য শুভাশীষ প্রকাশ করেছেন। তারিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আলহাদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে বিশাল ধন্যবাদ। জয়বাংলা।’

গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা অভিনেতা গোলাম মুস্তাফার কন্যা এবং ক্যামেলিয়া মোস্তফার বোন। ১৯৮০-এর দশকে তিনি বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই ও আজ রবিবার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি ২২ বছর মঞ্চে অভিনয় করেন।

সুবর্ণা ১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ঘুড্ডি (১৯৮০), নয়নের আলো (১৯৮৪), পালাবি কোথায় (১৯৯৭) ও গহীন বালুচর (২০১৭)। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ