Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৌহিদুল আলম প্রত্যয় (২২) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে আখালিয়া নয়াবাজার সংলগ্ন স্বপ্নিল সুপার মার্কেটের দ্বিতীয় তলার ৬ নম্বর রুম থেকে তার উদ্ধার লাশ করা হয় বলে নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান।

তিনি বলেন, রাত ৯টার দিকে রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি আমরা। প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। মেডিকেল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মৃত তৌহিদুল আলম প্রত্যয় শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়। তার বাবার নাম এসএম জাহিদুল আলম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল জানান, বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় প্রক্টটরিয়াল বডি ঘটানাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা তার পরিবারের সদ্যসদের খবর দিয়েছি। এ ঘটনাটি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে মর্মাহত করেছে।



 

Show all comments
  • osman gani ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১২ পিএম says : 0
    এটা আত্মহত্যা নয়,আবরার হত্যার মতো ঘটনা মনে হয়
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১:২২ পিএম says : 0
    আবরারের শাশ ঝুলাইতে পারে নাই আর এটা ঝুলাইতে পারছে। আমার মনে হয়, ব্যাস তফাৎ এটুকুই। বাকী- পুশিশ কি বলছে না বলছে মানুষ এসব আর বিশ্বাষ করে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ