পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় গতকাল সোমবার থেকে ঢাকায় ভিসা আবেদন নেওয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
গবেষক ও শিক্ষার্থীদের মতো দীর্ঘমেয়াদি (৯০ দিনের বেশি) ভিসাপ্রত্যাশীরা এ সুযোগ পাবেন। বাংলাদেশে প্রায় আট মাস ভিসা আবেদন নেওয়া বন্ধ থাকার পর গত রোববার ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দক্ষিণ কোরিয়া সোমবার থেকে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া আবারও শুরু করেছে।
ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, ‘কভিড-১৯ নেগেটিভ’ সনদ নিয়ে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া ব্যক্তিদের কয়েকজনের কভিড-১৯ শনাক্ত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জুন দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা দেওয়া স্থগিত করে। তবে যাদের কোরিয়ার ভিসা ছিল তারা কোনো বাধা ছাড়াই দক্ষিণ কোরিয়ায় ঢুকতে পেরেছে।
দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশে কভিড-১৯ পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েক সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কভিড-১৯ শনাক্তের হার কম। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে আবারও ভিসা প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।