Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে অবৈধ ইটভাটায় জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে অনুমোদনহীন ও অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে মজনুর রহমান মজনুর অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দৌলতপুরের কোলদিয়াড় গ্রামে মজনুর রহমান মজনুর অবৈধ ইটভাটায় দৌলতপুর সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটায় জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোসহ সরকারের অনুমোদন না থাকায় ইটভাটার মালিক মজনুর রহমান মজনুর অবর্তমানে ভাটার ম্যানেজার মজিবর রহমানকে ৫০ হাজার জরিমানা করেন। একই সাথে ইটভাটায় জ্বালানী হিসেবে কাঠ না পুড়ানোর জন্য তাকে সতর্ক করার পাশাপাশি নির্দেশ দেয়া হয়।
এদিকে দৌলতপুরের আরও ১০টি অবৈধ ইটভাটা অভিযানের আওতায় না আসায় সাধারণ জনগণ ও অভিযানের আওতায় আসা ভাটা মালিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত জানুয়ারি মাসের ১৮ ও ২০ তারিখে পরিবেশ অধিদফতরের পৃথক অভিযানে দৌলতপুরের অবৈধ ১৫টি ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার অর্থ দৌলতপুর ইটভাটা মালিক সমিতি পরিশোধ করার কথা থাকলেও তা না করায় ২৫ জানুয়ারি সন্ধ্যায় দৌলতপুর গার্লস হাইস্কুলে সমিতির জরুরি সভায় এ নিয়ে ভাটা মালিকদের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে এবং যে সকল ভাটায় অভিযান হয়নি তা নিয়ে চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ