Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে বিপাশা হায়াতের চিত্রকর্ম প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২০ পিএম

থিয়েটার, নাটক ও চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী শিল্পী বিপাশা হায়াত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য মনে রাখার মতো চরিত্রে কাজ করেছেন। নাটকে গল্প ব্যতিক্রম না হলেও তাতে বিপাশার অভিনয় ঠিকই আলাদাভাবে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। মেধার দ্যুতি ছড়িয়েছেন লেখালেখি ও নাটক নির্মানে। তবে চেনা অঙ্গন ছেড়ে এখন একেবারেই অন্য ভুবনের বাসিন্দা প্রিয় এ শিল্পী। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে এখন কাজে লাগাচ্ছেন তিনি।

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের প্রিমাভেরা আর্ট গ্যালারিতে বিপাশা হায়াতের চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর জন্য এসব চিত্রকর্ম উন্মুক্ত রাখা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি এ গ্যালারিতে রাখা হয়েছে বিপাশা হায়াতের আঁকা ২৪টি চিত্রকর্ম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড যে জ্যাকসন হাইটসে একটা গ্যালারি হয়েছে, যেখানে বাংলাদেশি চিত্রশিল্পীদের চিত্রকর্ম জায়গা পাচ্ছে। জ্যাকসন হাইটস বাঙালিদের প্রাণকেন্দ্র। এ রকম জায়গাতেই একটা আর্ট গ্যালারি খুব দরকার ছিল। তাই প্রিমাভেরা কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। দর্শকের সঙ্গে আর্টিস্টের যে কথোপকথন, সেটা এখন আরও অর্থবহ হবে।’

বিপাশা তার নতুন চিত্রকর্ম নিয়ে বলেন, ‘আমার এ সিরিজের নাম রাখা হয়েছে ইনসাইডার। আমি বলব, এটা প্রিমাভেরা কর্তৃপক্ষের দূরদৃষ্টির নিদর্শন। আমার ভাবনার সঙ্গে নামটা মিলে গেছে। আমি আসলে ছবি আঁকি না, ছবি প্রকাশ করি। আমি ছবির মাধ্যমে আমার ভেতরের ভাবনাগুলো দৃশ্যমান করার চেষ্টা করি। আমি মনে করি, আমরা যখন কথা বলি, তার চেয়ে বেশি কথা বলি যখন কিছু বলি না। আমি যখন ছবি আঁকি, তখন আমাকে চোখ বন্ধ করে ভাবতে হয়। ওই মুহূর্তে আমার ভেতরে যে ভাবনা চলে, সেটিকেই আমি ক্যানভাসে আনার চেষ্টা করি। তাই এবারের ছবিগুলোতে যেমন রং পাওয়া যাবে, তেমন বৈরী সময়ের সঙ্গে যুদ্ধটাও পাওয়া যাবে।’

এর আগে ম্যানহাটনের নিউ ইয়র্ক ডিজাইন সেন্টারের ট্রান্সফর্ম গ্যালারিতে ২০১৯ সালের মে থেকে ২০২০ মে পর্যন্ত বিপাশা হায়াতের একক চিত্র প্রদর্শনী হয়েছিল। তার চিত্রকর্ম প্রদর্শনের পর শিগগিরই প্রিমাভেরায় আসছে বোন নাতাশা হায়াতের ফ্যাশন ব্র্যান্ড ‘আইরিসিস’-এর পোশাক প্রদর্শনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ