Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সতীর্থ গ্রন্থকুঠিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ উদ্বোধন করা হয়েছে।
এ ছাড়াও গতকাল জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
শহরের আতিয়ার কলোনী ডিআইবি রোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সতীর্থ গ্রন্থকুঠিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ উদ্বোধন এবং এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও ছড়াকার মো আবু বক্কর সালেহ। সভাপতিত্ব করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্জিজ বানু।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের পাঠাগার স¤পাদক মো. সাখাওয়াত হোসেন শামীম সরকার।
পরে প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ এর শুভ উদ্বোধন করেন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক জনাব মো. সারোয়ার রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ