রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সতীর্থ গ্রন্থকুঠিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ উদ্বোধন করা হয়েছে।
এ ছাড়াও গতকাল জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
শহরের আতিয়ার কলোনী ডিআইবি রোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সতীর্থ গ্রন্থকুঠিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ উদ্বোধন এবং এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও ছড়াকার মো আবু বক্কর সালেহ। সভাপতিত্ব করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্জিজ বানু।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের পাঠাগার স¤পাদক মো. সাখাওয়াত হোসেন শামীম সরকার।
পরে প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কোণ এর শুভ উদ্বোধন করেন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক জনাব মো. সারোয়ার রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।