রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের আটঘরা-শ্রীহাস্য মোড়ের বাজারে গতকাল শনিবার রাত পৌনে ৯টায় আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে ব্যবসায়ী মাঈন উদ্দিনের মুদি দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পার্শ¦বর্তী লাকসাম থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় মাঈন উদ্দিনের মুদি দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লেগে মুহুর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আকষ্মিক আগুনের কারণে কেউ দোকানে প্রবেশ করতে পারেনি। এ সময় বাজার ব্যবসায়ী জসিম উদ্দিনের মুদি দোকানে হালখাতা চলছিল।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।