রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আগামী ১৪ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে ধারণা নির্বাচক বিশ্লেষকদের। তবে, এ নির্বাচনে পোস্টার ছেড়ার অভিযোগ আচরবিধি লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ নানা অভিযোগের মধ্যে দিয়ে চলছে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি।
জানা যায়, আ.লীগ থেকে মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন গত ৫ বছরে শত কোটি টাকার উন্নয়নের পুজি নিয়ে মাঠে নেমেছে। তার কর্মকান্ডের কারণে এ নির্বাচনে বাঁধভাঙার জোয়ার এসেছে। আ.লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে মাঠে নেমেছে। মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন বলেন, গত ৫ বছরে ৯টি ওয়ার্ডে উন্নয়ন করে পৌরসভার চেহারা বদলে দিয়েছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দাউদকান্দি বিএনপির মনোনীতপ্রার্থী নুর মোহাম্মদ সেলিম বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জনপ্রিয়তার পুজি নিয়ে নেতাকর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটরদের কাছে ভোট চাইছেন। নুর মোহাম্মদ সেলিম বলেন, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আমি বিজয় হবো। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্র নেতা মো. আবু মুছা ইতোমধ্যে বিশাল শোডাউন দিয়েছেন। এ শোডাউনে এলাকার প্রচুর নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আবু মুছা বলেন, এলাকার তরুণ প্রবীণরা আমার পক্ষে মাঠে নেমেছে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
এ ছাড়া ৯টি ওয়ার্ডে ৫০ জন কাউন্সিলর প্রার্থী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।