Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে মাদরাসা শিক্ষকের জানাজায় হাজারো মানুষ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে পশ্চিম সুবিদখালী ছালেহীয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আ. মান্নান মুজাহিদীর দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের দেউলী গ্রামের নিজ বাড়ির পূর্ব-পাশের মাঠে হাজারো জনতার অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের বড় ছেলে মাওলানা মো. সাইদুল ইসলাম জানাজার নামাজ পরিচালনা করেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে দুপুর থেকে রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষক, রাজনৈতিক ও পেশাজীবি মানুষ জানাজাস্থলে উপস্থিত হয়ে মরহুমের স্মৃতিচারণ করেন। আলোচনায় বক্তারা মরহুমের সোনালি কর্মময় জীবনের নানাদিক তুলে ধরেন এবং সমবেত কন্ঠে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
জানা যায়, প্রভাষক আ. মান্নান মুজাহিদী গত বৃহস্পতিবার সকাল ৯টায় নিজ বাড়ির কাচারির সামনে বিরোধীয় জমিতে খরকুটা রাখা নিয়ে প্রতিপক্ষের অতর্কিত ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় মরহুমের বড় ছেলে বাদী হয়ে ১২ জনকে আসামি করে ঐ দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। মাওলানা আ. মান্নান মুজাহিদী মৃত্যুকালে স্ত্রী, কন্যা ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ