রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার প্রতি সবসময়ই আমার সুনজর থাকবে। এ মাদরাসায় আমার বাবা ৫ বারের এমপি ভাষা সৈনিক এম শামছুল হকের অনেক অবদান রয়েছে। ছোটবেলায় বাবার সাথে এখানে আসতাম। বালিয়া মাদরাসার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সব সময় কাজ করে যাবো। আগামী তিন মাসের মধ্যেই মাদরাসার ৫তলা ভবনের নির্মাণ কাজ শুরু হবে। নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের ফুলপুরে গত শুক্রবার রাতে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার ১০২তম বড় সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী, ফুলপুর আ.লীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি আবুল বাসার আকন্দ, তারাকান্দা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকারসহ ফুলপুর ও তারাকান্দা আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা এমদাদুল হক ও অত্র জামিয়ার মজলিশে শুরার সভাপতি হাফিজ মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং অত্র জামিয়ার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন ও সিনিয়র শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের সঞ্চালনায় বড় সভায় খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশ আমীর মাওলানা নুর হুসাইন নুরানী, বারিধারা মাদরাসার মুহতামিম মাওলানা নাজমুল হাসান, শায়খে সেহলা পীরে কামেল আল্লামা আহমাদ হোসাইনমহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।