Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় আধুনিক জেনারেল হাসপাতালের উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পটিয়ায় উন্নতমানের আধুনিক জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ হাসপাতালের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পটিয়া হাসপাতাল রোডে আওয়ামী সুপার মার্কেটের সন্নিকটে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা.এ.কে.এম মহিউদ্দিন মানিক। বক্তব্য রাখেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, প্রধান আলোচক ছিলেন বিএমএর সভাপতি ডা. মুজিবুল হক খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ, সহকারী কমিশনার (ভ‚মি) ইনামুল হাসান, হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডা. এমদাদুল হাসান, ভাইস চেয়ারম্যান ডা. হুমায়ুন রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বাহাদুর খাদেমী, পরিচালক সাইফুল ইসলাম ও বেলাল হোসেন। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পটিয়ায় দীর্ঘদিন ধরে আধুনিক মানের কোনো বেসরকারি হাসপাতাল ছিলোনা। বর্তমানে জেনারেল হাসপাতালটি আধুনিক বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিলেসন পদ্ধতিতে এখানে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। পটিয়া উপজেলার জনসাধারণসহ আশেপাশের উপজেলার জনসাধারণ এ হাসপাতালের মাধ্যমে উন্নত সেবা পাবে। জনগণকে উন্নত সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ