Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া, লাশ-উদ্ধার

লাশ-উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

কুষ্টিয়া-কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া দবির মোল্লার রেললাইনের পশ্চিমে গাফ্ফার হোসেনের ছেলে কোহিনুর (২২) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সকালে দবির মোল্লার রেললাইনের পশ্চিমে হ্যাচারি নামক এলাকার রেললাইনের পাশে কোহিনুর নামের যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি কুমারখালী থানা পুলিশকে খবর দিলে ওসি মুজিবুর রহমান সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এই লাশের মৃত্যু ১-২ দিন আগে হয়েছে মনে হচ্ছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত কোহিনুরের বাবা-মা ঢাকাতে থাকেন। আর কোহিনুর তার নানির বাড়ি ছেঁউড়িয়া মোল্লাপাড়াতে থাকতো। ১৫-২০ দিন আগে নানির বাড়ি থেকে চলে গিয়ে সে শ্বশুর বাড়িতেই থাকতো। এক মাসের একটি পুত্র সন্তান রয়েছে তার।ওসি মুজিবুর রহমান জানান, ওই যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য জন্য তার মৃত্যু হতে পারে। লাশের পাশে নেশাজাতীয় দ্রব্য আলামত পাওয়া গিয়েছে। তবে লাশ ময়নাতদন্ত করলে আসল ঘটনা তখন বোঝা যাবে বলে তিনি জানান। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ