বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানা যায়। ফেসবুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ কয়দিন যাবত অসুস্থবোধ করছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন।
রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩:০০ টায় তাঁকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।
হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীর থেকে কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।
আমাদের প্রাণপ্রিয় শায়খের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। তিনি যেন শিগগিরই আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরে আসতে পারেন এবং দ্বীন ও উম্মাহর খেদমতে পূর্বের মতো পূর্ণোদ্যমে আত্মনিয়োগ করতে পারেন। —অ্যাডমিন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।