Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিজিট ভিসা স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ

আমিরাতের ব্যবসায়ীদের পছন্দ বাংলাদেশি শ্রমিক

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

আরব আমিরাতে ভিজিট ভিসায় আগত বাংলাদেশিদের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে কোম্পানির বা পার্টনার ভিসা লাগানোর সুযোগ থাকায় কর্মসংস্থানের খোঁজে হাজার হাজার বাংলাদেশি আসছেন আমিরাতে। অপরদিকে শ্রমিক সঙ্কটে শোচনীয় পরিস্থিতিতে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কোম্পানির মালিকগণও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগে ঝুঁকছেন বাংলাদেশিদের দিকে। ইতোমধ্যে ভিজিট ভিসায় দেশটিতে আসা বাংলাদেশিদের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে নিয়োগ ভিসাও লাগিয়েছেন অনেকে। এমন স্বস্তি ও সুখবরের কথাই জানালেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।

বিশেষ করে দীর্ঘ সাড়ে ৮ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে বাংলাদেশিদের নতুন নিয়োগ ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের দেশীয় শ্রমিকের অভাবে ব্যবসা-বাণিজ্য চালাতে গিয়ে চরমভাবে হিমশিম খেতে হচ্ছিল। এর ফলে তারা শ্রমিক নিয়োগে ঝুঁকে পড়ছিলেন ভারত ও পাকিস্তানের দিকে। এখন ভিজিট ভিসায় আমিরাতে আগত বাংলাদেশিদের নিয়োগ ভিসা লাগানোর সুযোগ থাকায় দেশীয় শ্রমিক নিয়োগে ঝুঁকছেন তারা। তাই দেশীয় শ্রমিকদের নিয়োগ ভিসা লাগাতে পেরে কিছুটা স্বস্তির পাশাপাশি মন্দের ভালো হিসেবেও দেখছেন তারা। তবে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, আরব আমিরাত সরকার যেহেতু ভিজিট ভিসায় দেশটিতে আসা বাংলাদেশিদের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে কোম্পানির বা পার্টনার ভিসা লাগানোর সুযোগ দিয়েছেন, সেহেতু এ সুযোগটি হাতছাড়া না করে কাজে লাগাতে পারলে ব্যবসায়ীরা যেমন দেশীয় শ্রমিক সঙ্কটে শোচনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে স্বাবলম্বী হবেন তেমনিভাবে নতুন কর্মসংস্থান হবে হাজার হাজার বাংলাদেশির। তাই বাংলাদেশের বিমানবন্দরগুলোতে আমিরাতের ভিজিট ভিসাধারীদের সহজভাবে দেশটিতে আসার সুযোগ করে দেয়ার পাশাপাশি দু’দেশের কূটনৈতিক তৎপরতা আবারো জোরদার করে খুব শিগগিরই নতুন নিয়োগ ভিসা খোলার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। তবে দেশের ভাবমর্যাদা উজ্জলে ভিজিট ভিসায় আমিরাতে এসে কেউ যেন ভিজিট ভিসার অপব্যবহার না করেন অর্থাৎ ভিজিট ভিসার মেয়াদে নিয়োগ ভিসার সুযোগ না নিয়ে মেয়াদ শেষে অবৈধ হয়ে কাজ করা থেকে বিরত থাকা এবং আদম দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হন সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, ২০১২ সালের আগস্টে বাংলাদেশি শ্রমিকদের নতুন নিয়োগ ভিসা বন্ধ করে দেয় আরব আমিরাত।

 



 

Show all comments
  • জাহিদ খান ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫১ এএম says : 0
    এই সুযোগ দেয়ার জন্য আরব অোমিরাতকে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • মেহেদী ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫১ এএম says : 0
    অবিলম্বে শমিক ভিসা চালু করা হোক।
    Total Reply(0) Reply
  • ইকবাল ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৬ পিএম says : 0
    দেশে ঘুষখোর কিছু চোর শিক্ষিত শয়তান ইমিগ্রেশন পুলিশের ঘুষখোর এর কারনে অনেকে পথে বসে।কন্ট্রাক ছাড়া যেতে পারে না।কন্ট্রাকের একলাখ থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা কে পায়? কে খায় ? জাতি জানতে চায় ?
    Total Reply(0) Reply
  • Mohammed Ullah ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৭ এএম says : 0
    There is no visa call "visit visa". It should be visitor visa or tourist visa. Inqilab Reporter should correct the writing.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ