বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে আন্তঃজেলার ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) মো. মনিরুজ্জামান ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
এরা হলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার জিতু মিয়া (৪২) ও আব্দুল খালিক (৩৭), মাধবপুর থানার খলিলুর রহমান (৩০), জাহাঙ্গীর (২৫), নুরু মিয়া (২৮), কামাল (৩৫) ও আশিক ওরফে মাসুদ (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব দক্ষিণভাগের টিলাবাড়িতে তাদের ধরতে অভিযান চালানো হয়। ডাকাতদল উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ছররা গুলিতে আহত হন। গুলিবিদ্ধ হন থানার ওসি-তদন্ত মো. আকবর হোসেন। ডাকাতদলের ছররা গুলিতে পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত ওসি মো. মনিরুজ্জামান জানান, আটক সাত ডাকাতের বাড়ি হবিগঞ্জ জেলায়। এরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।