Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শালিখায় ভ্রাম্যমান আদালতে ভূমিদস্যুর জরিমানা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০১ পিএম

মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকার কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মহিউদ্দিন সর্দার নামের এক ভূমিদস্যুকে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। মহিউদ্দিন উপজেলার শতখালি গ্রামের হারুন সর্দারে ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান জানান- বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পৌঁছে বাস্তব প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য সাবধান করে দেয়া হয়। এছাড়া ইতিপূর্বে তার নামে সরকারি খালের পাড়সহ রাস্তার মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ