বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাংবাদিক ইউনিয়ন বগুড়া (রেজি: নং ৩০০৯) এর ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি-২০২১ শনিবার ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় তফসিল চূড়ান্ত করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদীর সভাপতিত্বে সভায় কমিটির অপর দুই সদস্য সাইফুল ইসলাম ও মোস্তফা মোঘল উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ- ০৫ ফেব্রুয়ারি-২০২১ শুক্রবার বিকেল ৩টায়, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ০৬ ফেব্রুয়ারি-২০২১ শনিবার সকাল- ১১টা হতে বিকেল ৩টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৬ ফেব্রুয়ারি-২০২১ শনিবার সন্ধ্যা- ৭টায়, মনোনয়নপত্র উত্তোলন ০৭ ফেব্রুয়ারি-২০২১ রবিবার সকাল ১১টা হতে বিকেল ৩টা, মনোনয়নপত্র জমা ০৮ ফেব্রুয়ারি-২০২১ সোমবার সকাল ১১টা হতে বিকেল ৩টা, মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৯ ফেব্রুয়ারি-২০২১ মঙ্গলবার সকাল ১১টা, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ০৯ ফেব্রুয়ারি-২০২১ মঙ্গলবার বিকেল ৩টা, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি-২০২১ বুধবার সকাল ১১টা হতে ১১ ফেব্রুয়ারি-২০২১ বৃহস্পতিবার দুপুর- ১২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ফেব্রুয়ারি-২০২১ বৃহস্পতিবার বিকেল ৩টা এবং ২০ ফেব্রুয়ারি-২০২১ শনিবার বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি’২১ বুধবার সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র কার্যনির্বাহী কমিটির সভায় ইউনিয়নের সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদীকে চেয়ারম্যান এবং সিনিয়র সদস্য সাইফুল ইসলাম ও মোস্তফা মোঘলকে সদস্য করে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।