Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রুস্তম আলী (২৮) ও নাজমা আক্তার নামের সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো ৫ সিএনজি যাত্রী গুরুতর আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কের মাইলের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নাজমা সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লাল হোসেনের মেয়ে ও রুস্তম আলী একই গ্রামের ঈমান আলীর ছেলে। আহতরা হলেন, ফেন্সী, জহির, কুলছুম বেগম, মুন্নি আক্তান ও পারভীন আক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ