Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা মেডিকেল কলেজের প্রাথম ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত ইতিহাসের নাম লেখালো ৪৭ ছাত্রছাত্রী

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫৪ পিএম

মাগুরায় সদ্য প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ এর প্রথম ব্যাচের এমবিবিএস পরীক্ষা প্রথমবারের মত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) শুরু হয়েছে। সকাল ১০ টায় কলেজের এনাটমী প্রথমপত্র পরিক্ষার মধ্য দিয়ে ইতিহাসে নাম লেখালো প্রথম ব্যাচের ৪৭ জন ছাত্রছত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এ পরীক্ষা।
কলেজের অধ্যক্ষ ডা. দীন-উল ইসলাম জানান- ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজটিতে প্রথম ব্যাচ ২০১৯ সালে ভর্তি করানো হয়। করোনা মাহামারির কারণে দীর্ঘদিন বন্ধ পর এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান- কলেজটিতে বর্তমানে ২ ব্যাচে মোট ৯৫জন ছাত্রছাত্রী ভর্তি আছেন।
কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগরে সহযোগী অধাপক ও বিভাগীয় প্রধান ডাঃ আ. ত. ম. আব্দুল্লাহের কাফী জানান- কলেজটি প্রতিষ্ঠার পর মাত্র দুটি সেশনে শিক্ষার্থী ভর্তীর পরই করোনা মাহামারি দেখা দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে প্রথম পেশাগত পরীক্ষা শুরু হলো। স্বাস্থ্য বিধি মেনে এ পরীক্ষায় সকল ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন। এমবিবিএসের প্রথম পেশাগত এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কলেজটি সুন্দরভাবে পরিচালনায় তিনি মাগুরাবাসিসহ সকল স্তরের মানুষের আকুন্ঠ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ