Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূর আত্মহত্যা

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দিতে নয়নমনি (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত সোমবার সে আত্মহত্যা করে। নয়নমনি উপজেলার পদুয়া ইউনিয়নে সরদারকান্দি গ্রামের আল আমিনের স্ত্রী। সে ২ সন্তানের জননী। মেয়ের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে হত্যা করা হয়েছে।
গৃহবধূর মা জাহানারা বেগম জানান, গত ১২ বছর আগে আল আমিনের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আমার মেয়েকে আল আমিন, তার মা-বাবা ও তার ভাইয়েরা শারীরিক, মানসিকভাবে অত্যাচার করে আসছিল।
এ ব্যাপারে আমার মেয়ে নয়নমনি গত ৭-৮ মাস আগে দাউদকান্দি
থানায় অভিযোগ করে। আমার মেয়ের মৃত্যুর আগে স্বামী আল আমিন ৫ শতাংশ জায়গা ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কিন্তু সে অস্বীকৃতি জানায়। এরই জের ধরে বাকবিতন্ডা হলে আল আমিন তাকে মারধর করে। এক পর্যায়ে আমার মেয়ে মারা যায়। এ মৃত্যুকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ