Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোরে সভা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাটোর-২ আসনের এমপি মো. শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, কৃষিবান্ধব বর্তমান সরকারের কার্যকর ভ‚মিকার কারণে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন ‘খাদ্যের নিরাপত্তা’ নিশ্চিত করা। জনস্বার্থে ভেজাল ও দূষণমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করেছে এবং ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। বক্তারা আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না হলে শরীরে ২০০ প্রকার রোগের উৎপত্তি হতে পারে। এর ফলে জনসাধারণের চিকিৎসা খাতে বাৎসরিক ১২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। ব্যক্তি স্বার্থ পরিহার করে জনস্বার্থ বিবেচনা করা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের কাঙ্খিত লক্ষ্য অনেকটাই নিশ্চিত করা সম্ভব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ