Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে মাদরাসা উদ্বোধন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে রহমানিয়া নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় এ মাদরাসা উদ্বোধন করা হয়। নূরানী মাদরাসা ও এতিমখানা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মসজিদুল আকসার পেশ ইমাম মো. ইউসুফ।
প্রধান অতিথি হিসেবে এ মাদরাসার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন, নারানগিরি মসজিদুল আকসা কমিটির সভাপতি মো. এনামুল হক, ইউনিয়ন আ.লীগের সম্পাদক মো. ইউসুফ কার্বারী, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, জাহিদ হোসেন (অবসরপ্রাপ্ত) বৈজ্ঞানিক কর্মকর্তা, খতিব ও হাফেজ শফিকুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, এ মাদরাসা ও হেফজখানা থেকে অনেকে কোরআনে হাফেজ হয়ে বের হবে। তারা মহান আল্লার নূরের আলো ছড়িয়ে দিবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ