রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে রহমানিয়া নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় এ মাদরাসা উদ্বোধন করা হয়। নূরানী মাদরাসা ও এতিমখানা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মসজিদুল আকসার পেশ ইমাম মো. ইউসুফ।
প্রধান অতিথি হিসেবে এ মাদরাসার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন, নারানগিরি মসজিদুল আকসা কমিটির সভাপতি মো. এনামুল হক, ইউনিয়ন আ.লীগের সম্পাদক মো. ইউসুফ কার্বারী, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, জাহিদ হোসেন (অবসরপ্রাপ্ত) বৈজ্ঞানিক কর্মকর্তা, খতিব ও হাফেজ শফিকুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, এ মাদরাসা ও হেফজখানা থেকে অনেকে কোরআনে হাফেজ হয়ে বের হবে। তারা মহান আল্লার নূরের আলো ছড়িয়ে দিবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।