Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতজনিত রোগে ১০ জনের মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে বাতাস ও ঘনকুয়াশায় আবারও জেঁকে বসেছে শীত। ভোর থেকে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি ফোটার মতো কুয়াশা। শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতে দিনমজুর মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে। অনেক খেটে খাওয়া মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেন না। দ্রুত তারা সরকারি বেসরকারি সহযোগিতা আশা করছেন। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার পাশে আগুন জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্ঠা করছেন।
গতকাল ভোরে ঘনকুয়াশা থাকায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন রাস্তায় হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা যায়। শীতবস্ত্রের আভাবে গরীব ও অসহায় মানুষরা খড়কুটো জ্বালিয়ে অতিকষ্টে দিনযাপন করছে। গত এক সপ্তাহে শীত জনিত রোগে দশ জন লোকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া গ্রামের সমশের আলী (৬০), সরকারপাড়া গ্রামের জহিরুল হক (৬৫), দর্জিপাড়া গ্রামের আফসার আলী (৬৫), বকশিপাড়া গ্রামের তজিব উদ্দিন (৬০), তালুকবাড়ি গ্রামের জয়নুল হক (৬১), ঠুনঠুনিয়া গ্রামের মজিরুন বেগম (৬২), ব্রহ্মতুল গ্রামের আক্কাস আলী (৫৬), জগিগঞ্জ গ্রামের মনির হোসেন (৪৮), শালবাহন গ্রামের তফিজুল হক (৫৩) ও আলেরবাড়ি গ্রামের মরিয়ম বেগম (৫২) এই ১০ জন শীত জনিত রোগে মৃত্যু বরণ করেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, পঞ্চগড়ে মাঝারী শৈত্য প্রবাহ বইছে এবং কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা-নামা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ