Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ মইনুদ্দীন হাসানীর খোশরোজ উদযাপনে সমন্বয় সভা

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আগামী ১০ ফেব্রæয়ারি মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিতব্য মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী শাহসূফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) ৮৪তম খোশরোজ শরীফ উদযাপনে ফটিকছড়ি উপজেলার এক প্রশাসনিক সমন্বয়সভা গাউসিয়া রহমানিয়া মইনীয়া মনজিলে অনুষ্ঠিত হয়। গতকাল ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, মাইজভান্ডার দরবার শরীফের মহান ব্যক্তিত্বরা আমাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। তাঁরা নিজেদের আরাম আয়েশ উপেক্ষা করে সর্বমানবতার কল্যাণে উৎসর্গীত থাকেন বলেই আমরা তাঁদের দ্বারা সর্বাধিক কল্যাণ লাভে সক্ষম হচ্ছি। তেমনি অনন্য গুণের অধিকারী সাধক ব্যক্তিত্ব হলেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। তিনি জনসেবা, সমাজ কল্যাণ, দ্বীন এবং শরিয়ত ত্বরীক্বতের খেদমতকে জীবনেরব্রত হিসেবে নিয়ে অনন্য নজির স্থাপন করেন। তাই, তাঁর খোশরোজ শরীফে যোগদান করে সবাইকে তাঁর আধ্যাত্মিক কৃপা অর্জনের ভাগিদার হবার তাগিদ দেন সৈয়দ সাইফুদ্দীন; আহমদ আল-হাসানী।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার রিদুয়ানুল হক, পিআইও হোসেন, নানুপুর ইউপি চেয়ারম্যান মো. শফিউল আজম, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ