Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় মাদরাসা ভবন উদ্বোধন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মিত ১ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উদ্বোধন করেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডা. মো. রুস্তম আলী ফরাজি। শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় ৮৬ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মিত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ডা. মো. রুস্তম আলী ফরাজি এমপি, সাফা ডিগ্রি কলেজের প্রভাষক শাকিল আহম্মেদ, প্রভাষক মো. ফারুক হোসেন, ধানীসাফা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডা. মো. রুস্তুম আলী ফরাজি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার। মুজিব শতবর্ষে উপহার স্বরূপ এ আধুনিক ভবন নির্মাণ করেছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল মাদরাসা, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় ভবন আধুনিকায়ন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ