Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলায় জেলায় পৌঁছেছে করোনা ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকা দেয়া শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন জেলায় টিকা পৌঁছে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজ থেকে পাঠানো শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা করোনার টিকা। দেশের বিভিন্ন স্থানে করোনা ভ্যাকসিন পৌঁছানো ও এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন আমাদের সংবাদদাতারা-

চট্টগ্রাম ব্যুরো জানান : চট্টগ্রামে পৌঁছেছে চার লাখ ৫৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। গতকাল রোববার বেক্সিমকো ফার্মার ফ্রিজার ভ্যানে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন।
কোল্ড চেইন বজায় রেখে ৩৮ কার্টুনে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে।নগরী ও জেলায় অগ্রাধিকার তালিকাভুক্তদের মাঝে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

নোয়াখালী ব্যুরো জানান : প্রথম পর্যায়ে ৯টি কার্টুনে ১০৪০০ ভায়েলে ভ্যাকসিন রয়েছে মোট ১ লাখ ৪ হাজার ডোজ। ভ্যাকসিনগুলো সংরক্ষণ করা হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে। গতকাল রোববার দুপুরে পুলিশের নিরাপত্তায় কুমিল্লা-ফেনী হয়ে নোয়াখালীতে আসে ভ্যাকসিন বহনকারী ফ্রিজিং ভ্যানটি। নোয়াখালী জেলা সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার।

দিনাজপুুর অফিস জানায় : দিনাজপুরে প্রথম ধাপে মোট ৯৬ হাজার করোনার ডোজ চলে এসেছে। গতকাল রোববার সকাল সাড়ে এগারোটায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে নির্ধারিত পরিবহনের এই ভ্যাকসিন পৌঁছে গেছে। জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান, সুরক্ষা এ্যাপের মাধ্যমে ইতোমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যারা আগে রেজিস্ট্রেশন করবেন তারাই আগে করোনা ভ্যাকসিন পাবেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৪টি স্থানে নির্ধারিত তারিখ অনুযায়ী ভ্যাকসিন প্রদান করা হবে।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান : পঞ্চগড়ে প্রথম ধাপে ২৪০০ করোনাভাইরাসের ভ্যাকসিন এসে পৌঁছেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিনগুলো এসে পৌঁছায়। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস. এম সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার রায়হান কবির।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান : করোনা ভ্যাকসিনের ৪৮০০ টিকা পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে। গতকাল রোববার সকাল ৯টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর একটি গাড়িতে করে নিয়ে আসা হয় এসব ভ্যাকসিন। এসময় সিভিল সার্জনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ভ্যাকসিনগুলো বুঝে নিয়ে আধুনিক সদর হাসপাতালের স্টোর রুমে সংরক্ষণ করেন।

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার জানান : সাতক্ষীরায় পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। কোল্ড চেইন বজায় রেখে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে এসব ভ্যাকসিন এসে পৌঁছায়। ভ্যাকসিনের জন্য অগ্রাধিকার তালিকাভ‚ক্তদের এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত।

বাগেরহাট জেলা সংবাদদাতা জানান : বাগেরহাট জেলায় পৌঁছেছে করোনার প্রথম ডোজের ভ্যাকসিন। গতকাল রোববার দুপুরে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় ভ্যাকসিনগুলো। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়ি থেকে ভ্যাকসিন নামিয়ে ইপিআই ভবনের একটি কক্ষে সংরক্ষণ করেন।
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা জানান : ভ্যাকসিনগুলো খাগড়াছড়ির ইপিআই সেন্টারে রাখা হবে। এক হাজার ২০০ ভায়ালে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন রয়েছে। প্রত্যেক ভায়ালে ১০ ডোজ করে। সরকার প্রদত্ত অগ্রাধিকার তালিকা অনুযায়ী করোনা ভ্যাকসিন দেয়া হবে।

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে জানান : গতকাল রোববার দুপুরে রাঙামাটি এসে পৌছেছে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা। রাঙামাটিতে ১২ হাজার ডোজ করোনার টিকা সুরক্ষিত অবস্থায় জেলার সিভিল সার্জনের হাতে বুঝিয়ে দিয়েছে বেক্সিমকো ফার্মার প্রতিনিধি।
এসময় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ও অতিরিক্ত পুলিশ সুপারসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে টিকাগুলো বুঝে নিয়ে ইপিআইয়ের কোল্ডস্টোরে নির্দিষ্ট তাপমাত্রায় টিকাগুলো মজুদ রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ