Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ও একটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদের এক বছরের জন্য সকল বেতন ভাতা ফ্রি ছাড়াও এককালীন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। গতকাল রোববার সকালে মেঘনা উপজেলার মানিকারচর এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তির অর্থ তুলে দেন মেঘনার মানিকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন, আ.লীগ নেতা ইবাদুর রহমান। এ সময় মেঘনা উপজেলার আ.লীগ, যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনীতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন বলেন, পর্যায়ক্রমে মানিকাচর ইউনিয়নে প্রতিটি প্রাইমারি স্কুল, উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যায়ণরত সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ