রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগী নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভ‚মিহীন ও গৃহহীনদের মাঝে দুই শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ি আশ্রয়ণ পল্লীর সুবিধাভোগীর মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এ সময় সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র ও ফলদ গাছের চারা বিতরণ হয়েছে।
নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থেকে সুবিধাভোগীদের পরিবারের সদস্যদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। প্রথমেই ডিসি হাফিজুর রহমান চৌধুরী আশ্রয়য়ণ-২ প্রকল্পের কামারপুকুর নিজবাড়ি পল্লীর এক নম্বর ঘরের সুবিধাভোগী পবিত্রা রাণী শীলের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। এ সময় নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩৪টি গৃহনির্মাণ করা হয়েছে। উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের নিজ বাড়িতে সরকারি খাস জমিতে এ সব দৃষ্টিনন্দন গৃহ নির্মাণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সার্বিক তত্ত্বাবধায়নে প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ছিল এক লাখ ৭১ হাজার টাকা।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সৈয়দপুর উপজেলার কামারপুকুর নিজবাড়ি আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগী আর্জিনা বেগমের সঙ্গে সরাসরি কথাও বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।