Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় ক্রিকেট লীগ

স্টাফ রিপোটার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমিকে ২ উইকেটে হারিয়ে ভায়না ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
গত শনিবার ফাইনাল খেলায় টসে জিতে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারের মধ্যে ৪৪ ওভার ২ বলে ১৩৬ রানে অলআউট হয়।
পরে ভায়না ক্রিকেট একাডেমি ৮ উইকেটের বিনিময়ে ৩৮ ওভার ৪ বলে ১৩৭ রান তুলে বিজয় নিশ্চিত করে।
বিজয়ী দলের ইমন ম্যান অব দা ম্যাচ, সর্ব্বোচ্চ রান ও উইকেট শিকরী আসলাম এবং মনির ম্যান অব দা লীগ নির্বাচিত হয়েছেন। এরপর পুরস্কার বিতরণী অনুষ্টানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সভাপতিত্ব করেন। বিজয়ীদের হাতে ট্রফি তুলেদেন মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনের এমপি অ্যাড. বীরেন সিকদার।
এ সময় পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সোনালী অতিত ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান চাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ