Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় অগ্নিকাণ্ডে তিন দোকান ভষ্মিভূত

কুয়াকাটা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৬:৩০ পিএম

কুয়াকাটা রাখাইন মার্কেট সড়কের তিনটি দোকান ঘর আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে একটি জুতার দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তেই পাশের আরও একটি জুতার দোকান এবং একটি কম্পিউটার-ফটোস্ট্যাটের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরসহ ঘরে থাকা সম্পূর্ণ মালামাল ভষ্মিভূত হয়েছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকান ঘরের মালিক আনোয়ার হোসেন আনু জানান, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওইসব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন,কবির হাওলাদার,জাকির মুসুল্লী ও আমিন হাওলাদার। রোববার সকালে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ভষ্মিভূত দোকান ঘরগুলো পরিদর্শণ শেষে তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ