Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৬:০৬ পিএম

হাটহাজারী উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। নির্বাহী কর্মকর্তার দপ্তরে আয়োজিত সভায় সভাপতিত্বকরেন ইউ এন ও মোহাম্মাদ রহুল আমিন।
সভায় অন্যান্যের মধ্যে জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য দূর্নীতি দমন কমিশন ঘোষিত কর্মসূচি যথাযথ ভাবে মহাসমারোহে পালনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সহ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ, সদস্য যথাক্রমে মোঃ নোমান খান, রনজিত নাথ, কস্তরী সেন ও শারমিন ইকবাল প্রমুখ। সভায় দূর্নীতির ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর্নীতি বিরোধী বক্তব্যের ভি ডিও ক্লিপিংসহ সর্ট ফিল্ম দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ প্রদর্শনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন ও দূর্নীতি বিরোধী রচনা প্রতিযোগীতা আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ