বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। ইতোমধ্যে ফুলপুর পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্ধের পর থেকেই মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা কুশল বিনিময়, বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক, পাড়া-মহল্লায় গণসংযোগ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে ভোটারদের কাছে গিয়ে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোট ও দোয়া চাচ্ছেন। ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোঃ আমিনুল হক পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং নিজের পক্ষে ভোট পার্থনা করেন।
ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আবুল বাসার আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. সৈয়দ এনায়েত উর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদরত আলী, পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাতীদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. আমিনুল হকের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রবিবার সাহাপুর, কাজিয়াকান্দা, গোদারিয়া, দিউ, আমুয়াকান্দা, চড়পাড়াসহ বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ করে প্রচারণা চালিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।