Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কটিয়াদীতে মাতু খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৩:১৪ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুর্গাপুর গ্রামের মাহতাব উদ্দিন মাতু হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফরহাদ (২৫), শহীদুজ্জামান সেলিম (৪৪) ও রইছ উদ্দিন লাইসু (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে ফরহাদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন। পিবিআই সূত্র জানায়, আসামিরা মাছের খাবারের সাথে গাঁজা আনিয়া এলাকায় ব্যবসা করিত। নিহত মাহতাব উদ্দিন মাতু তাদের ব্যবসায় প্রতিবাদ করে আসছিল। এতে আসামিরা ক্ষ্ব্ধু হয়ে গত ৩ ডিসেম্বর মাহতাব উদ্দিন মাতুকে খুন করে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দশকাহনীয়া বন্দে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। পরদিন ৪ ডিসেম্বর সকালে নিহতের স্বজনরা খোঁজাখুঁজি করে তার লাশ দেখে শনাক্ত করে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের পুত্র নূর উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি কটিয়াদী থানার ইন্সপেক্টর আনোয়ার হোসেনের উপর তদন্তের দায়িত্বভার অর্পন করলে মামলাটির রহস্য উদঘাটন করতে করতে পারেনি। এদিকে পিবিআই কিশোরগঞ্জ ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার বিষয়ে ছায়া তদন্ত অব্যাহত রাখে। পরবর্তীতে গত ১৭ জানুয়ারি পিবিআই মামলাটি স্বউদ্যোগে গ্রহণ করে পিবিআই'র এস.আই সুমন মিয়ার উপর মামলাটির তদন্তভার অর্পন করলে এসআই সুমন প্রথমে নিহতের মোবাইল নম্বর সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় কটিয়াদী উপজেলা দুর্গাপুর গ্রামের আঃ লতিফের পুত্র ফরহাদ (২৫)কে গ্রেফতার করলে তার স্বীকারোক্তিতে একই গ্রামের ফালু মিয়ার পুত্র শহীদুজ্জামান সেলিম (৪৪) ও পূর্ব দুর্গাপুর গ্রামের খেলু মিয়ার পুত্র রইছ উদ্দিন ওরফে লাইসু (৩৫) কে গ্রেফতার করে। ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
পিবিআই পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন পিপিএম-এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ