Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন , সাংবাদিকদের প্রতি এমপি বাবুর আহবান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ২:৩৬ পিএম

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সাংবাদিকদের পজিটিভ সংবাদ তুলে ধারার আহবান জানান। সাংবাদিকরা যেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। যারা সত্যের পথে থাকেন তাদের কখনো কেউ আটকে রাখতে পারেনা। হয়তো সাময়িক সমস্যা হতে পারে তবে তা কখনোই সত্যকে আটকে রাখতে পারেনা। কারণ সত্যের জয় সবসময়ই হয়। তিনি গণমাধ্যমের সবাইকে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন।
শনিবার (৩০ জানুয়ারি) বিকালে স্থানীয় সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাটে ফেরীতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে পত্রিকার সম্পাদক ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহাগ হোসেন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, দুপ্তারা ইউপি চেয়ারম্যান সাহিদা মোশাররফ, কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, ৩৮ তম বিসিএস এর প্রথম হওয়া মো: রুহুল আমিন শরীফ, দৈনিক সমকালের সাব এডিটর জাকির হোসেন ইমন, বাংলাদেশ প্রতিদিনির সাব এডিটর সা মাছিহ রানা, দৈনিক ইত্তেফাকের সাব এডিটর আবু কাউছর খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ডিবিসি ও যুগান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দিনকালের স্টাফ রিপোর্টার এম আর কামাল হোসেন, মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি জাবেদ আহমেদ জুয়েল, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি মামুন হোসেন দৈনিক যায়যায় দিনের শাহাদাত হোসেন, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সনদ সাহা সানি, বাংলানিউজের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান পারভেজ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, সাংবাদিক ইমাম হাসান ইমা, শাহজাহান কবির, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, মনির হোসেন, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সবুজ, জাইদুল ইসলাম, কামরুল ইসলাম , শিক্ষাবিদ হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুব উদ্দিন, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মো: আব্দুল্লাহ, শিক্ষক নেতা রাশেল মিয়া, মোশাররফ মাতুব্বর ও কবি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ