Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ ইসলাম ছাত্র সেনার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা গত শুক্রবার বিকাল ৩টায় উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূর্ব পরিষদের সভাপতি মো. আলী জিন্নাহর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্রসেনার সাবেক সহ-সভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জায়ামাত আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এস এম শাহজাহান, প্রধানবক্তা কেন্দ্রীয় ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রুবেল, বিশেষ অতিথি মাস্টার মো. আবুল হোসেন, মাওলানা বদরুজ্জমান নঈমী এইচএম আবদুর রহিম, মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী, মো. নুরুল ইসলাম হিরু, এনামুল হক, মিজানুল রহমান, মো. মোরশেদ আলম, মো. নুরুল করিম, মনিরুল ইসলাম, ফরহাদুল ইসলাম, মিজানুল রহমান, কামাল উদ্দিন, ফরহাদুল হক ও মো. ইসমাইল।
৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিটি গত শুক্রবার বিকালে উপজেলার সিইউএফএল, চাতরী চৌমহনী বাজার ও পিএবি সড়ক প্রদক্ষিণ করে কালাবিবির দিঘির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৮০ কোরআন-সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত ছাত্রসেনা বিশ্বে আজ সন্ত্রাসমুক্ত আদর্শ ভিত্তিক একটি সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে। ৪০ বছরে বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস রচনা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ